কীভাবে টাকা বাড়ানো যায়? আপনার মতে সেরা বিনিয়োগ পরামর্শ কী?

কীভাবে টাকা বাড়ানো যায়? আপনার মতে সেরা বিনিয়োগ পরামর্শ কী? 

টাকা বাড়ানোর কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। যেমন-


১) প্রথমেই টাকা খরচ করার ক্ষেত্রে মিতব্যয়ি হোন; কেননা এক টাকা খরচ না করা আর এক টাকা উপার্যন করা একই কথা।


২) শুধুমাত্র একটি আয়ের উপর নির্ভর করা ঠিক না। তাই বিকল্প আয়ের ব্যাবস্থা করা উচিত।


৩) সংগী নির্বাচনে কৌশলি হোন। কারন ভাল একজন সংগী আপনার অনেক ক্ষেত্রে উপকারে না আসলেও অপকার করেনা।


৪) অনলাইনে বিকল্প আয়ের চেষ্ঠা করতে পারেন। যাকে বলে আউট সোর্সিং।


৫) দ্রুত ধনী হতে চাইলে স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে।


৫) আপনি ধনী হলে গরীব বা মধ্যবিত্ত পরিবারের একজনকে বিয়ে করুন। এতে আপনি পারিবারিক খরচ কমাতে পারবেন সাথে সাথে অন্য একজনকে স্বপ্ন পুরনে সহায়তা করতে পারেন।


৫) মাঝে মাঝে ভ্রমন করুন। এটি আপনাকে কর্মউদ্দমী করতে সাহায্য করবে।


৬) অবশ্যই প্ল্যান করে চলুন। ধরুন আপনার অবস্থান থেকে আপনি আগামি ৫ বছরে নির্দিষ্ট পরিমান অর্থ জমাতে চান। সে ক্ষেত্রে সে অনুযায়ী প্ল্যান করুন।


৭) আয় বাড়লে সে অনুযায়ী ব্যয় বাড়াবেন না, আগের মতই সাধারন জীবন যাপন করুন।


৮) প্রতি মাসের সঞ্চয়কে খরচ ভাবুন এবং ভুলে যান যে আপনি সঞ্চয় করছেন। কখনো প্রয়োজন হলে সে সঞ্চয়ে হাত দিবেননা।


"আরো বিস্তৃত জানতে এখানে ক্লিক করুন"

Comments

Popular Posts